বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের উপরস্থ নেতৃবৃন্দের সিদ্ধান্তের বিরোধীতায় স্বরব অবস্থায় আছে সৈয়দকাঠির বর্তমান চেয়ারম্যান আঃ মন্নান এর সমর্থক গোষ্ঠী। অভিযোগ রয়েছে ওই গোষ্ঠীর লোকেরা চেয়ারম্যান মন্নান মৃধার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে অযৌক্তিক ও মনগড়া কথা প্রচার করে আওয়ামী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এরই মধ্যে ঘোষনা এসেছে আসন্ন সৈয়দকাঠি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পরিচ্ছন্ন ব্যাক্তিত্য মোঃ আনোয়ার হোসেন মৃধা। মোঃ আনোয়ার মৃধার মনোনয়নের খবরে মানষিক আঘাত প্রাপ্ত হয় স্থানীয় গুটি কয়েকজন। ওই চক্রের ইন্ধনে ৭ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ভাড়াটে কিছু লোক দিয়ে আওয়ামী লীগের উপরস্থ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি প্রশ্নবিদ্ধ মানববন্ধনের আয়োজন করে ওই চক্র। ওই মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক কেহই উপস্থিত ছিলেন না। এর আগে বুধবার মাগরীবের নামাজ শেষে মোঃ আনোয়ার হোসেন মৃধার মনোনয়ন পাওয়ার খবরে আউয়ার বাজার মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।