বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্য বাইশারী গ্রামের মৃত মোশারফ হোসেনের অনার্স পড়ুয়া কলেজ ছাত্রীকে (২২) ধর্ষণচেষ্টার অভিযোগে তাদের ঘরেরই ভাড়াটিয়া হালিম ঘরামীকে (৩২) আসামি করে মামলা দায়ের করেছে ছাত্রীর মা দিলারা বেগম। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে বলে ছাত্রীর মা এজাহারে উল্লেখ করেন। মেয়েটি চাখার সরকারি ফজলুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্রী। অভিযুক্ত হালিম ঘরামীর বাড়ি মধ্য বাইশারী গ্রামের একই এলাকায়। এজাহার সূত্রে জানা যায়, এক সন্তানের জনক হালিম ঘরামীর সঙ্গে সম্প্রতি তার মা-বাবার দ্বন্দ্ব হওয়ায় তাকে ঘর থেকে বের করে দিলে সে ওই ছাত্রীর বাড়ির পুরনো টিনশেড ঘর ভাড়া করে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতো। ঘটনার ১০/১৫ দিন পূর্বে হালিমের স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বাপেরবাড়ি বেড়াতে যাওয়ায় হালিম বাসায় একা থাকতো। ঘটনার দিন ওই ছাত্রীকে বাসায় একা রেখে তার মা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বানারীপাড়া বন্দরে আসেন। এ সময় মেয়েটি রান্না করার জন্য রান্নাঘরে গেলে সুযোগ বুঝে হালিম তার মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তির শব্দ শুনে ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়া একই এলাকার রাশিদা বেগম নামের এক মহিলা মোর্শেদা বেগম নামে অন্য এক মহিলাকে নিয়ে ঘটনাস্থলে আসলে আসামি হালিম পালিয়ে যায়। এ খবর শুনে মেয়েটির মা বাড়ি ফিরে ওই দিন বানারীপাড়া থানায় এসে মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।