মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধাকে নৌকা প্রতীক দেয়ায় বাধভাঙা উচ্ছাসে ভাসছে সৈয়দকাঠী ইউনিয়নবাসী। বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ বরিশালে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত মনোনয়নপত্র আনুষ্ঠানিক ভাবে আনোয়ার হোসেন মৃধার হাতে হস্তান্তর করেন। এর আগে বুধবার কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়নপত্র গ্রহন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা, সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মো. শহীদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বজলুল হক হাওলাদার, আসাদুল ইসলাম বাদল, মো. মামুন সহ অসংখ্য নেতাকর্মীরা। মনোনয়নপত্র নিয়ে বানারীপাড়ায় পৌছালে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সৈয়দকাঠীর হাজারো জনতা তাকে স্বাগত জানান। শতাধিক মোটর সাইকেলে ইউনিযন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বানারীপাড়ার প্রবেশ দ্বার শিমুল তলা থেকে তাকে মহরা দিয়ে নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আনোয়ার হোসেন মৃধা বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী আমাকে নৌকার কান্ডারী করেছেন। আমিসহ সৈয়দকাঠিবাসী এজন্য তার কাছে চির কৃতজ্ঞ থাকব। সুষ্ঠ ভাবে নির্বাচনী প্রচারনা চালিয়ে আমরা জনগনের মতামতের মাধ্যমে নৌকা বিজয়ী করে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিব ইনশাল্লাহ। তিনি সকল নেতা কর্মীকে সহনশীলতার মাধ্যমে প্রচার অভিযানে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।