বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় ইউএইচবি প্রকল্পের আওতায় দক্ষিণ নাজিরপুর-মহিষাপোতা আবাসন সড়কের ৪৫ মিটার গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম। এ উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের রাস্তাঘাট ও ব্রিজের উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে। আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সারদার, সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মু. মুন্তাকীম লস্কর কায়েস, সুমম রায় সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিল জাহিদ হোসেন মৃধা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও ১নং ওয়ার্ড কাউন্সিল এ. কে. এম. জাহিদ হোসেন সরদার।
Facebook Comments Box