, , , ,

বেনাপোলে ৪৯৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

বেনাপোলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যদের অভিযানে ইয়াবা সহ মোঃ মাহাবুর রানা (২০) ও মাসুম রানা বুলেট ( ২৬ ) নামের দুই যুবক গ্রেফতার হয়েছে। রবিবার ( ১৭ অক্টোবর ) বিকালে কাগজপুকুর গ্রাম হতে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া মাহাবুর রানা বেনাপোল পোর্টথানাধীন ৪ নং কাগজপুকুর ওয়ার্ডের বাসিন্দা মোঃ রমজানের ছেলে।

অপর মাসুম রানা বুলেট ৫নং ওয়ার্ড দিঘীরপাড় গ্রামের মোঃ মোস্তফার ছেলে। মাসুম রানা এলাকায় পান বিক্রেতা হিসাবে পরিচিত।বেনাপোল বাজারের হাইস্কুল মার্কেটের নিচে তার পানের দোকান রয়েছে।

যশোর র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানাধীন কাগজ পুকুর এলাকার দক্ষিণ কাগজ পুকুর মাদ্রাসার সামনে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে বুলেট ও রানাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। এ সময় তাদের হেফাজতে থাকা ৪৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ ২ টি ব্যবহৃত সিম কার্ড ও ২ টি মোবাইল জব্দ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু সহ তাদেরকে বোনাপোল পোর্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে আরো জানা যায়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225