বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী। ইসলামিক ফাউন্ডেশন, সিরাত অ্যাকাডেমী ও শিশু একাডেমীর সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন দিবসটি পালন করেছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়ানুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন-বরগুনার উপ-পরিচালক এম. মাকসুদুর রহমান। আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশিদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন ও সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু। হযরত শাহ কেরামত আলী (র.) জৈনপুরী জামে মসজিদ ও খানকাহ শরীফের পক্ষ থেকে করা হয়েছে বর্নাঢ্য র্যালী।
Facebook Comments Box