মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার আসন্ন সৈয়দকাঠি ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে চেয়ারম্যান পদে বাংলাদেশ ইসলামী আন্দোলনের (হাত পাখা) প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ কবির হোসেনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে নির্বাচন অফিস। হাত পাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ কবির হোসেন ঢাকা মহানগর ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক। তিনি নিজেও একজন সফল ঔষধ ব্যবসায়ী। তার বাড়ি ইউনিয়নের দিদিহার গ্রামে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে সামাজিক, মানবিক কাজে এলাকার মানুষের পাশে থেকেছেন। এক ক্ষুদে বার্তায় চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ কবির হোসেন জানান, এ ইউনিয়নে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সমাজে ইসলামী শাষন প্রতিষ্ঠা সহ এলাকার অবহেলিত মানুষের কল্যানে তিনি নিজেকে নিয়োজিত রাখবেন। উল্লেখ্য এ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।