আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীর আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মারক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উদ্বোধন করা হয়।
আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উদযাপন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মারক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি দুদক উপ-পরিচালক মোঃ মাহবুবুর আলম মোল্লা। বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন হিরু হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আঠারোগাছিয়া কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আলহাজ¦ মোঃ মোকলেসুর রহমান, বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খাঁন, দীপ্ত আবাসন লিমিঃ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির মোল্লা, সুপার মাওলানা আলাউদ্দিন আল আজাদ, বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ নাশির উদ্দিন হাওলাদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফারুক হোসেন গাজী, সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মিয়া, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান আকন, ও যুবলীগ নেতা মোঃ সোহেল রানা প্রমুখ।