স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মি. বুদাই রাখাইন (৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের নামিশেপাড়া এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার একই এলাকার নোচাওমং রাখাইনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান মি. বুদাই রাখাইন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হলে কোথাও পাওয়া যায়নি তাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় ১০-১২ জন মিলে ওই খালে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায় তাকে ঝাউ গাছের ভিতর আটকে থাকা হাতের মধ্যে জাল পেচানো মৃত্যু অবস্থায় পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয়রা। লাশের শরীরের বিভিন্ন স্থানে কাকড়ায় কামরানোর ক্ষত চিহ্ন আছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবার ও স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box