, , , ,

দিনাজপুরে সদর উপজেলা তাঁতী লীগের উদ্যোগে ৪নং শেখপুরা ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন ও মতবিনিময় সভা

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

বাংলাদেশ তাঁতী লীগ-দিনাজপুর সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৪নং শেখপুরা ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা।

১ নভেম্বর, ২০২১ সোমবার বিকেল সাড়ে ৪টায় ভাটিনা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে
দিনাজপুর সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক এস.এম আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তাঁতী লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম আলাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর তাঁতী লীগের আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক রোমান।

সদর উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মো. তৈয়বুর রহমান এর প্রানবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তাঁতী লীগের অন্যতম সদস্য সৈয়দা সুলতানা ফেরদৌসী, ৯ নং আস্করপুর ইউনিয়নের আহবায়ক মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাসেম আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর তাঁতী লীগের ৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম ইস্কানদার বাবু, ইয়াসিন আলী, তাঁতী নেতা গোলাম ফজলুর রহমান মার্শালসহ স্হানীয় নেতৃবৃন্দ।

জেলা তাঁতী লীগের আহবায়ক আলাল বলেন – তৃনমূল হতে তাঁতী লীগের নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনার পথ সুগম করতে হবে।

মতবিনিময় ও আলোচনাসভা শেষে ৪নং শেখপুরা ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225