মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
বাংলাদেশ তাঁতী লীগ-দিনাজপুর শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১১ নং ওয়ার্ড কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা।
দিনাজপুর শহর তাঁতী লীগের আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক রোমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় দিনাজপুর শহর তাঁতী লীগের অন্তর্ভুক্ত ১১ নং ওয়ার্ডের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
১২ নভেম্বর, ২০২১ শুক্রবার সন্ধ্যায় শহরের ১২৭ নং দপ্তরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তাঁতী লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম আলাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সদস্য সচিব শামসুল হুদা শান্ত।
এ সভায় বিশেষ অতিথি ছিলেন ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, দিনাজপুর জেলা তাঁতী লীগের সদস্য সৈয়দা সুলতানা ফেরদৌসী, দিনাজপুর শহর তাঁতী লীগের সদস্য সচিব আহমেদ হুমায়ুন কবির, ১ নং ওয়ার্ড তাঁতী লীগের আহবায়ক বিরাজ, ২ নং ওয়ার্ড তাঁতী লীগের আহবায়ক টিমু চন্দ্র দাস, ৭ নং ওয়ার্ড তাঁতী লীগের আহবায়ক সবুজ, ৯ নং ওয়ার্ড তাঁতী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।
রিমা নন্দী’র প্রানবন্ত সঞ্চালনায় সভা শেষে কেক কেটে ১১ নং ওয়ার্ড তাঁতী লীগের শুভ সূচনা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।