বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের নির্বাচনে তড়িঘড়ি মুখস্ত একটি রেজাল্ট শীট তৈরি করে ভোটের ফলাফল উপস্থাপন করা হয়েছে বলে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহীন রবিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ উত্থাপন করেন।
ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহীন বলেন, দুনিয়ার ইতিহাসে ভোটের ফলাফলে এমন কোন নজীর নেই যে,তিনজন প্রার্থীই জোড় সংখ্যার ঘরে ভোট পেয়েছেন। একটি অংশগ্রহণমূলক ভোটে এটা হওয়ার শূন্যভাগও সম্ভাবনা নেই। যা এম বালিয়াতলী ইউনিয়নের ভোটের ফলাফলে হয়েছে। একারণেই সহজে প্রতীয়মান হয় যে, তড়িঘড়ি মুখস্ত একটি রেজাল্ট শীট তৈরি করে ভোটের ফলাফল উপস্থাপন করা হয়েছে।
তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, যারা জনগণের এই পবিত্র আমানত ভোটের ফলাফলকে এভাবে অত্যন্ত নোংরা ও কুৎসিতভাবে বিকৃত করেছে। ছিনতাই করে একজন প্রার্থীকে জয়ী করার অসুস্থ কাজ এবং ষড়যন্ত্র করে তারা এম বালিয়াতলী ইউনিয়নের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহীন জানান, এম বালিয়াতলী ইউনিয়নের চারটি সেন্টারে ঘোড়া মার্কার অন্তত দেড় হাজার ব্যালট নৌকা মার্কার ব্যালটের সঙ্গে মিলিয়ে গণনা করে নৌকার প্রার্থীকে প্রথম দেখানো হয়েছে। এই স্থুল জালিয়াতি করেও যখন অপর স্বতন্ত্র প্রার্থীর ভোটের সংখ্যা বেশি ছিল তখন তার ভোট কমিয়ে সমান সমান করে জাল জালিয়াতিপূর্ণ ফলাফল ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী শাহীন এই জালিয়াতি, প্রতারণামূলক ও মনগড়া এই ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি পুনরায় ভোট গণনার জোর দাবি জানান।
উল্লেখ্য গত ১১ নভেম্বরের নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী নাজমুল ইসলাম নাসির ৫৭০০, সতন্ত্র প্রার্থী এমএ বারী বাদল ৫৭০০ ও গোলাম সরোয়ার শাহিন ৫১০০ ভোট পেয়েছেন।
Facebook Comments Box