বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
সিডর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়ানুষ্ঠান ও স্মরণসভার মাধ্যমে বরগুনায় প্রলয়ঙ্কারী সিডরের স্মৃতিময় দিবস পালিত হয়েছে। বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সোয়া দশটায় নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়া গণকবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়ানুষ্ঠান করা হয়। বেলা ১১ টায় নলটোনা ইউনিয়ন পরিষদে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা। সভাপতিত্ব করেন, নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ। আলোচনা করেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল ও স্বজন হারানো আছিয়া খাতুন।
২০০৭ সালের ১৫ নভেম্বর বরগুনাসহ উপকূলীয় অঞ্চলে প্রলয়ঙ্কারী সিডরের তান্ডব চালায়। সিডরে বরগুনার ১ হাজার ৩৪৫ জন মারা যায়। এখনো নিখোঁজ রয়েছে ১৫৬ জন।
Facebook Comments Box