, , , ,

তালতলীতে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে নিজবাড়ীতে গাছ কাটতে গিয়ে সেই গাছ মাথায় চাপা পড়ে আনসার খলিফা (৫৫) নামের একবৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসার খলিফা একই এলাকার মৃত গনি খলিফার পুত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির সামনে একটি বড় জামগাছ আনসার খলিফা ও তার পুত্র সামসু খলিফা কাটতে ছিল। গাছের অধিকাংশ কাটা হলে সামছু খলিফা তার বাবাকে বলে তাড়াতাড়ি সরিয়া যান, গাছ কিন্তুু হেলিয়া পড়িতেছে। আনসার খলিফা তাহার ছেলের কথা না শুনিয়া উল্টো সে গাছ ঠেলিয়া ধরে। যাহার ফলে কর্তনকৃত জাম গাছটি আনসার খলিফার মাথার উপরে পড়ে। এতে মাথা থেতলে মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225