, , , ,

নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় শার্শায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় শার্শা উপজেলার ৩ ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার ও স্থায়ীভাবে বহিষ্কারের জন্য যশোর জেলা ছাত্রীলীগের নিকট সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাময়িকভাবে বহিষ্কার ও স্থায়ীভাবে সুপারিশকৃত বহিষ্কারের বিষয়ে জানানো হয়।

সাময়িকভাবে বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন, ১১ নং নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন আহম্মেদ, ৮ নং বাগআচড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম সরদার বাপ্পি ও বাগআচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শুভ।

শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম সরদার বলেন, বহিষ্কৃত নেতারা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225