, , , ,

বরগুনার বেতাগীতে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী উপজেলার কুমড়াখালী শশী ভূষন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, শিক্ষক ও কর্মচারি নিয়োগে ঘুষ বানিজ্য, শিক্ষক বরখাস্ত এবং প্রধান শিক্ষক মো: মাইনুল ইসলাম ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি স্বদেশ কুমার রায় সুব্রত‘র স্বেচ্ছাচারিতা ও এসব নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহাস্পতিবার( ২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের সম্মুখে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর ব্যানারে বিভিন্ন স্তরের স্থানীয় শতাধিক মানুষ ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থী লাকী আক্তার, ফাহাদুজ্জামান, অভিভাবক আব্দুস সোবাহান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুস সালাম, ইউপি সদস্য সুমন কুমার রায়,বরখাস্তকৃত শিক্ষক শিখা রানী, দিপক কুমার, বিনয় ভূষন হাজারা সহ স্থানীয় অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনকালে বক্তারা এসব ঘটনার সঠিক তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার দাবি এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শওকত হাচানুর রহমান রিমন, বরগুনা জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা, অন্যান্য জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225