, , , ,

বরগুনায় স্বাক্ষর জাল করায় যুবককে পুলিশে দিয়েছেন জেলা প্রশাসক

বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ

স্বাক্ষর জাল করায় জয় চন্দ্র মাঝি নামে এক যুবককে পুলিশে দিয়েছেন বরগুনা জেলা প্রশাসক।

উচ্চ আদালতের একটি রিটের অভিযোগ তদন্ত করতে গিয়ে জেলা প্রশাসনের ফ্রন্ট  ডেস্ক শাখার জাল স্বাক্ষর প্রমানিত হওয়ায় জেলা প্রশাসক হাবিবুর রহমান তাকে পুলিশে দিয়েছেন।
জয় চন্দ্র মাঝি আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল চন্দ্র মাঝির ছেলে।
বরগুনা জেলা প্রশাসনের জুডিশিয়াল  শাখার অফিস সহকারী সাইদুর রহমান জানান উচ্চ আদালতের একটি রীটের অভিযোগ তদন্ত করতে গিয়ে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগকারী পক্ষ উচ্চ আদালতে অভিযোগ করেছে জেলা প্রশাসনে আবেদন দিয়ে তারা প্রতিকার পায়নি। পরে উভয়পক্ষকে শুনানির জন‍্য জেলা প্রশাসক তলব করেন। এরপর জাল স্বাক্ষর ধরা পরায় জয় চন্দ্র মাঝিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন জেলা প্রশাসনের অফিস সহকারি জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225