প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল চরম অবমাননাকর ও অপমান জনক মন্তব্য করার প্রতিবাদে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী শহীদ ফারুক হোসেন ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহীদ খলিলুর রহমান মামুন, বুয়েট ছাত্রলীগ কর্মী আরিফ রাইহান দীপ,বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলীয়া সরকারী কলেজ ছাত্রলীগের ৮ নেতা কর্মী সহ বিভিন্ন সময়ে সারা দেশব্যাপী নিহত ছাত্রলীগ কর্মী হত্যা মামলার রায় দ্রুত ঘোষণার দাবীতে গোমস্তাপুর উপজেলা শাখা ছাত্রলীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ডাক বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর, সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।