, , , ,

দিনাজপুরে এফপিএবি এর আয়োজনে তারার মেলার সদস্যদের নিয়ে প্রথম বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) – দিনাজপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তারার মেলার সদস্যদের নিয়ে প্রথম বার্ষিক সাধারণ সভা-২০২১।

১১ ডিসেম্বর, ২০২১ শনিবার সকাল ১১টায় শহরের ঘাসিপাড়াস্হ এফপিএবি এর অ্যাডভোকেট এম ফয়জুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত তারার মেলার সদস্যদের নিয়ে প্রথম বার্ষিক সাধারণ সভায় মিনি যুব সংসদের স্পিকার সুপ্রতীম দাস তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফপিএবি-দিনাজপুর শাখার সভাপতি প্রফেসর আ ন ম গোলাম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফপিএবি-দিনাজপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফপিএবি-দিনাজপুর শাখার প্রোগ্রাম সমন্বয়কারী মো. খাদেমুল ইসলাম।

তারার মেলার যুব কাউন্সিলর জান্নাতুন ফেরদৌসী (ইসমা) এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পিয়ার এডুকেটর হাফিজুর রহমান ও ভগবত গীতা থেকে পাঠ করেন জ্যোতি ঘোষ। প্রথম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন মৌ দাস। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে জ্যোতি ঘোষ ও পিয়ার এডুকেটর হাফিজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও এফপিএবি’র পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে তারার মেলার সদস্যদের আত্মীয়-স্বজনসহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন হিমু রায়, চৈতী চৌধুরী ও জ্যোতি ঘোষ।

অনুষ্ঠান শুরুর পূর্বে এফবিএবি’র কার্যালয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার মধ্য দিয়ে শুরু উদ্বোধন করেন এফপিএবি-দিনাজপুর শাখার সভাপতি প্রফেসর আ ন ম গোলাম রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন এফপিএবি-দিনাজপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225