স্টাফ রিপোর্টারঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মহান বিজয়ের এই মাসে জনসেবায় শ্রেষ্ঠত্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি তথা জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্তি নিঃসন্দেহে জননেত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম সেরা অর্জন।
সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ জনবহুল শহর দুবাইতে জমকালো আয়োজনে আজ ১৩ ডিসেম্বর, ২০২১ মানবতার জননী,দেশরত্ন,বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ডাঃ এনামুর রহমান, এমপি ও সম্মানিত সচিব মোঃ মোহসীন এর নেতৃত্বে সিপিপি’র পরিচালক (প্রশাসন), সিপিপি আহমাদুল হক ও পরিচালক (অপারেশন), সিপিপি মোঃ নূর ইসলাম খান অসিসহ ১০ সদস্য বিশিষ্ট মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এই পদক গ্রহণ করে।
ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে (সিপিপি) অধিক সংখ্যক নারী স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ ও ক্ষমতায়নের উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অর্জনে জেন্ডার-রেসপন্সিভ সেবা’ ক্যাটাগরিতে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে জাতিসংঘ এই পদক দিয়েছে ।
জাতিসংঘের জনসেবা পদক গ্ৰহণের প্রাক্কালে সশ্রদ্ধ চিত্তে গভীরভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু
জয় হোক জননেত্রী শেখ হাসিনার।