ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান বিজয় দিবস নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানান কর্মসূচীর মাধ্যমে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতি, পেশাজীবি সংগঠন যথাযথ মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচী উৎযাপন করে দিবসটি পালন করেছে। ১৬ ডিসেম্বর বিজয়ের দিনে সূর্য্যদয়ের সাথে সাথে পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্মৃতিসৌধ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০ বার তোপধ্বনী শেষে প্রথমে স্মৃতিসৌধে পাবনা-৩ এর সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন পুষ্পমাল্য অর্পন করেন। এরপর পরই উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ভাঙ্গুড়া থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, নানান শ্রেণি পেশার মানুষ, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর সরকারি বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচী শুরু করা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে ভাঙ্গুড়া থানা পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষার্থী রোভার স্কাউট কাপদল, শিশু কিশোরদের কুচকাওয়াজে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান খাঁনসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক লীগের ও পৌর মেয়র মো. গোলাম হাসনাইন রাসেল এবং ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান। উপজেলা পরিষদ মাঠ চত্বরে ভাঙ্গুড়া থানা পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষার্থী রোভার স্কাউট কাপদল, শিশু কিশোরদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এর আগে মূল অনুষ্ঠানের পূর্বে জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা ও ফেস্টুনসহ রঙিন বেলুন উড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে দেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসানাইন রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ নাহিদ হাসান খাঁন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিপাসা হোসাইন, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান, জেলা পরিষদ সদস্য মো. আসলাম আলী, সংরক্ষিত সদস্য গুলশাহানারা পারভীন লিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি , কৃষি অফিসার কৃষিবিদ মো. এনামুল হক, সমাজসেবা অফিসার মো. জাহিদুল ইসলাম জুয়েলসহ, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষয়েত্রী কর্মচারীবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে পৌর আওয়ামী লীগের উদ্দ্যোগে সন্ধ্যায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে প্রামাণ্য চিত্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Facebook Comments Box