বানারীপাড়া প্রতিনিধিঃ
শনিবার ২৫ ডিসেম্বর বিকেল ৪ টায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘের বানারীপাড়া উপজেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কবি, লেখক, সাংস্কৃতিক সংগঠকদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বানারীপড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। সভাপতিত্ব করেন লেখক সংঘের আহ্বায়ক সাংবাদিক এস মিজানুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন কবি, ছড়াকার ও বরিশাল অমৃতলাল দে কলেজের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বিশেষ অতিথি কেন্দ্রীয় সদস্য ও বরিশাল বিভাগীয় সমন্বয়ক লেখক সুভাষ চন্দ, কেন্দ্রীয় সদস্য কবি অপূর্ব গৌতম, বরিশাল জেলা কমিটির সভাপতি সালেহ মাহমুদ শেলী, সম্পাদক শোভন কর্মকার কৃষ্ণ, নতুনমুখ সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, খেলাঘর সভাপতি মোঃ মোশারেফ হোসেন, কবি ধীরেন হালদার, সঞ্জিত রায়, দীনেশ মন্ডল, অধ্যাপক আশ্রাফুল হাসান সুমন, দেবাশীষ দাস, মোঃ খাইরুল ইসলামসহ বিভিন্ন কবি, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সম্মেলনে বক্তারা সাহিত্যসেবীদের পাস্পারিক সেতু বন্ধনের মাধ্যমে প্রগতিশীল চিন্তার উন্মেষ ঘটাতে হবে। অনুষ্ঠান শেষে আগামী দু’বছরের জন্য কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক এবং সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলামসহ ১৫ সদস্যের নির্বাহী কমিটি জেলা কমিটির সভাপতি সালেহ মাহমুদ শেলী ঘোষণা করেন। পরে নতুনমুখ শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।