, , , ,

বরগুনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন সঞ্জিব দাস সভাপতি সোহেল হাফিজ সম্পাদক

মৃধা শাহীন শাইরাজ তালতলী থেকেঃ

বরগুনা প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিতে দৈনিক ভোরের কাগজের বরগুনা জেলা প্রতিনিধি অ্যাড. সঞ্জিব দাস সভাপতি এবং এনটিভি ও ডেইলি সানের বরগুনা জেলা প্রতিনিধি সোহেল হাফিজ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের বর্তমান সভাপতি জহিরুল হাসান বাদশার সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে নবনির্বাচিত এ কমিটি ঘোষণা করেন বরগুনা প্রেসক্লাব নির্বাচন-২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন মিরাজ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাড. গোলাম মোস্তফা কাদের এবং সাইফুল ইসলাম মিরাজ।

নবনির্বাচিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফর হোসেন হাওলাদার (দৈনিক আলোকিত বাংলাদেশ ও মোহনা টেলিভিশন), সহ-সভাপতি আবু জাফর সালেহ (দৈনিক সমকাল ও চ্যানেল24), যুগ্ম সম্পাদক ফেরদৌস খান ইমন (যমুনা টেলিভিশন), অর্থ সম্পাদক স্বপন দাস (দৈনিক ভোরের পাতা) এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা (দৈনিক ইনকিলাব)।

বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক রেজাউল ইসলাম টিটু, সদস্য রিয়াজ আহমেদ মুছা, সহিদুল ইসলাম স্বপ্ন, মালেক মিঠু, শাহআলী সহযোগী সদস্য মইনুল ইসলাম খান সুমন, জাফরুল হাসান রুহান, নূরুল আহাদ অনিক, অর্ণব শরীফ এবং তালুকদার আছাদুজ্জামান প্রমূখ।

প্রসঙ্গত: গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে গত ২৪ ডিসেম্বর শুক্রবার বরগুনা প্রেসক্লাবের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হলেও স্মরণকালের ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা, গভীর শোক প্রকাশ এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এ ফলাফল কোথাও প্রচার করা হয়নি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225