, , , ,

দিনাজপুরে এফপিএবি’র সাথে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-দিনাজপুর শাখার আয়োজনে এফপিএবি’র এস এ বারী এটি মিলনায়তনে (তারার মেলা) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এফপিএবি এর সাথে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভা।

২৬ ডিসেম্বর, ২০২১ রোববার সকাল ১১টায় এফপিএবি-দিনাজপুর শাখার সভাপতি প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী’র সভাপতিত্বে এফপিএবি এর সাথে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভার কার্যক্রম শুরু করা হয়।

সভায় এফপিএবি’র কার্যক্রমের উপর গঠনমূলক বক্তব্য রাখেন এফপিএবি’র জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। আরো বক্তব্য রাখেন
মেডিকেল অফিসার ডাঃ মোছা. মজিদা খাতুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফপিএবি-দিনাজপুর শাখার কোষাধক্ষ্য শাহ্ ইয়াজদান মার্শাল ও কার্যনির্বাহী সদস্য রেহানা বেগম।

যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং জরুরী প্রসব সেবাসহ এফপিএবি বিভিন্ন প্রকার কার্যক্রম এর উপর প্রজেক্টরের মাধ্যমে বিশদভাবে আলোচনা করেন এফপিএবি-দিনাজপুর শাখার প্রোগ্রাম সমন্বয়কারী মো. শাহীনুর ইসলাম।

সভায় অংশগ্রহণকারী ৮টি স্কুলের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকারা হলেন – লক্ষ্মী কান্ত রায়, মোঃ আলতাফুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোঃ আকরাম হোসেন, মোঃ আবুল কাসেম, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ ইমদাদুল হক মিলন, মোঃ আবুল কালাম আজাদ, শারমিন আক্তার, মাকসুদা পারভীন ও মো. নুর ইসলাম প্রমূখ।

সভাপতির বক্তব্যে প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী বলেন, এফপিএবি-দিনাজপুর শাখায় এখন স্বয়ংসম্পন্ন ল্যাবরেটরী রয়েছে। এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম সহ বায়োকেমিস্ট্রি ও হেমোটোলোজিক্যাল সহ সকল পরীক্ষা আধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে। নরমাল ডেলিভারী কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে সিজারিয়ান সেকশন চালুর পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225