চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় এসভেনট্রেক এশিয়া লিমিটেড উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এই কনসার্টের আয়োজন করে হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব বিপিএম পিপিএম বার। বিশেষ অতিথি ছিলেন এসভেনট্রেক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফেরদৌস ইসলাম খোকন। অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই-খোদা পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল সামছুল আজম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসের প্রফেসর খলিলুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, রহনপুর ইউসুফ আলী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসভেনট্রেক এশিয়া লিমিটেড অ্যাকাউন্ট ম্যানেজার করিবুর হাসান, ম্যানেজার তোফাজ্জল হোসেন রায়হান প্রমুখ।
মোট ১২ শত জনের মধ্যে কম্বল বিতরণ করা হয় এবং পরে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়