শেখ সাখাওয়াত হোসেন (পাবনা) জেলা প্রতিনিধিঃ
ঢাকা থেকে প্রকাশিত বহুল জনপ্রিয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে চূড়ান্ত নিয়োগ পত্র পেলেন ভাঙ্গুড়ার সন্তান শেখ সাখাওয়াত হোসেন (বি.এ)। তিনি ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ মো. আব্দুস সামাদ মাষ্টার (অবঃ প্রধান শিক্ষক) এর তৃতীয় পূত্র। শেখ সাখাওয়াত হোসেন অসহায় কৃষকের ধান কেটে দেয়া, ক্ষুধার্ত-কে খাবার দেয়াসহ অসহায় মানুষের পাশে দাড়িয়ে ইতিমধ্যে ভাঙ্গুড়াতে একটি মানবিক মানুষ হিসেবে পরিচিত লাভ করেছেন। তিনি সাংবাদিকতা পেশায় নিজেকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছিলেন। তিনি তার মেধা, বুদ্ধি ও কর্মদক্ষতার মাধ্যমে গতকাল, ২ জানুয়ারী রবিবার ঢাকা থেকে প্রকাশিত বহুল জনপ্রিয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে চূড়ান্ত নিয়োগ পত্র ও আইডি কার্ড পেয়েছেন। পত্রিকাটির প্রধান কার্যালয়ে নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদানকালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব এ্যাডভোকেট. মো. বেলায়েত হোসেন (টিপু) বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় লিডারশীপ জার্নালকে হাতে নিয়ে নিঃস্ব, নিরীহ, নির্যাতিত মানুষের পাশে থাকবে জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন। তিনি আরো বলেন সংবাদ মাধ্যম হচ্ছে পৃথিবীর চতুর্থ রাষ্ট্র। তাই একজন সাংবাদিক হিসাবে সত্য ও ন্যায়ের ওপর অবিচল থেকে শেখ সাখাওয়াত হোসেন নিষ্টার সাথে দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। নিয়োগ পত্র গ্রহণকালে শেখ সাখাওয়াত হোসেন উদ্দীপনার সাথে বলেন, গণমাধ্যম হচ্ছে বিশ্বের মানুষের বিবেক। দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার নিয়োগ পেয়ে পরম সৌভাগ্য মনে করছি। সৃষ্টিকর্তার প্রতি পরম কৃতজ্ঞতা জানাই, আমার আত্মবিশ্বাস-কে সামনে রেখে সাংবাদিক জগতে আগামী দিনের প্রত্যাশা পূরণের সর্বদা চেষ্টা থাকবে।
Facebook Comments Box