বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গ্রামীন জনপদের শিক্ষিত মহিলাদের কর্মসংস্থান প্রকল্প জয়িতা বানারীপাড়া শাখার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ শাহে আলম এমপি। ১১ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে জয়িতা বানারীপাড়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ শাহে আলমের সহর্ধমিনী সমাজসেবী আতীয়া আলম মিলি, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এটিএম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তা, ওসি হেলাল উদ্দিন প্রমূখ।