চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর দিয়ে রেলপথে ভারত ও নেপালে রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে সোমবার দুপুরে দেশের অন্যতম বৃহৎ রেলবন্দর রহনপুর রেলবন্দর পরিদর্শন করেছেন রাজশাহী কাস্টমস ও রেলওয়ে কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন রাজশাহী কাস্টমসের অতিরিক্ত কমিশনার মাহবুবুর রহমান ও পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বানিজ্যিক কর্মকর্তা অজিত কুমার বিশ্বাস। কর্মকর্তারা জানান, রহনপুর – সিঙ্গাবাদ রেলরুট দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পন্যসামগ্রি রপ্তানি বৃদ্ধির বিষয়ে কি কি করনীয় তা নির্ধারণ করতেই তাদের এ সফর। এদিকে, রেলওয়ে ও কাস্টমস কর্মকর্তাদের রহনপুর রেলবন্দর পরিদর্শনের খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর উন্নয়ন আন্দোলনের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগারসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ রহনপুর রেলস্টেশনে উপস্থিত ছিলেন । এসময় তারা উপস্থিত কর্মকর্তাদের নিকট রহনপুরকে পূর্নাঙ্গ রেলবন্দরে পরিনত করার দাবি জানান।