কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর মাছ বাজারে অভিযান চালিয়ে ৮ মন আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার দুপুরে ওই বাজারে বিক্রয় নিষিদ্ধ এ মাছ বাজারজাতকরণের দায়ে জব্দ করা হয়। এতে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাইমুল হক।
গোমস্তাপুর উপজেলা মৎস্য বিভাগ জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবৈধ এ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করা হচ্ছে। এ মাছ বিক্রি বন্ধে উপজেলা মৎস্য বিভাগ মাছ ব্যবসায়ীদের একাধিকবার সতর্ক করেছিলেন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর বড় বাজারে অভিযান চালিয়ে ৮মন জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের উপস্থিতিতে উপজেলা চত্বর থেকে জব্দকৃত মাছগুলো ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য বিভাগে কর্মকর্তারা উপস্থিত ছিলন
Facebook Comments Box