শাকিল আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বুধবার দুপুরে জামালপুর পৌরসভা প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালে সফি গেন্দা, জেলা আওয়ামী লীগের সদস্য নায়ারণ চন্দ্র পাল রানা প্রমুখ। জামালপুর পৌর এলাকার এক হাজার শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়।