কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলিনগর এলাকার হাজির মোড় নামক স্থানে আজ সোমবার ২৪ জানুয়ারী সকালে এই ঘটনা ঘটে।
এই বিষয়টি নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোজাফফর হোসেন,
নিহতরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকার নাইমুল (৪৭), সদর উপজেলার ভুতপকুর এলাকার গরিবুল্লার ছেলে ফুলচান আলী ( ৪৬ ),ও একই এলাকার রইসউদ্দিনের ছেলে সেহের আলী (৪৮)
।
প্রত্যক্ষদর্শীরা জানান নিহত ঐ তিন জন মাছ ব্যাবসায় ছিলেন তারা মাছ বিক্রি করে ভুটভুটি যোগে বাড়ি ফিরছিলেন হটাৎ রাস্তা পার হবার সময়, রাজশাহীগমী, সিক্সডাউন ট্রেনটি তাদের ভুটভুটিকে ধাক্কা দেয় ঘটনাস্থলে তিন জন মারা যায়।
Facebook Comments Box