, , , ,

আমতলীতে পারিবারিক বিরোধের জের দুপক্ষের সংঘর্ষে আহত ৩

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

রবিবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জের ধরে আমতলী পৌর শহরের হাসপাতাল সংলগ্ন ওয়ালটন শোরুমের পাশে দুপক্ষের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে । জুয়েল মাতুব্বর (৩০) নয়ন (২) আবদুল্লা (২৫)। গুরুতর আহত জুয়েল ও নয়নকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের নয়ন মাতুব্বরের ও জুয়েল মাতুব্বর চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। জুয়েল আমতলী হাসপাতাল সড়কে একটি ওয়ার্কশপে কাজ করে। রবিবার রাতে নয়ন মাতুব্বর তার লোকজন নিয়ে জুয়েল মাতুব্বরকে মারার জন্য ওয়ার্কশপে গিয়ে আকস্মিকভাবে আক্রমন করলে দুপক্ষের মধ্যে মারামারি হয়।স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন বিশ^াস বলেন প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের বরিশাল শেবাচিম হামপাতালে প্রেরন করা হয়েছে।

আমতলী থানার অফিসার ইন চার্জ একেএম মিজানুর রহমান বলেন, ঘটনা জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225