মোঃ মাসুদ রানা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের ১২০ জন গ্রাম পুলিশকে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
গতকাল সোমবার (২৪ জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জাইকা-ইউজিডিপি প্রকল্পের আর্থিক সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ। এতে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, প্রকল্প প্রতিনিধি আব্দুল্লাহ সহ প্রমুখ।
Facebook Comments Box