, , , ,

নাভানা কনস্ট্রাকশনের অবহেলায় বানারীপাড়ার বিশারকান্দীতে অবহেলিত মানুষের সীমাহীন দুর্ভোগ

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ
স্বনামখ্যাত নাভানা কনষ্ট্রাকশনের অবহেলায় বরিশালের বানারীপাড়া বিশারকান্দীতে অবহেলিত মানুষের সীমাহীন দুর্ভোগের অভিযোগ উঠেছে। আধুনিক প্রতিষ্ঠানিক শিক্ষাবি ত ও কৃষি নির্ভর গ্রামের ওই সকল মানুষদের আধুনিকায়ন ও উন্নত জীবন যাপনের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিনত করতে বিদ্যুতায়ন, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও কালভাট নির্মানে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করলেও কিছু সুবিধালোভী ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারনে তারা আজো উন্নয়ন বি ত ও অবহেলিত। তারই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ত্রিমুখী কদমবাড়ীর বটতলা ব্রীজ থেকে নাথারকান্দী কানেক্টিং রোড ৫০ চেইন/পাচ হাজার মিটার রাস্তার ইট সলিং প্রস্তুত ও ছোট বড় ১০টি কালভাটের চার বছর পুর্বে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যেমে নাভানা কনস্ট্রাকশন কাজ পেয়ে গ্রামের মানুষের চলাচলরত মাটির রাস্তা খুড়ে এবং বিভিন্ন কাঠের/বাশেঁর পুল ভেঙ্গে কাজ শুরু করলেও অজ্ঞাত কারনে কাজ বন্ধ হয়ে যায়। যে কারনে বিগত চার বছর ধরে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পরে আছে। আর এতে চরম দুর্ভোগে দিন পার করছেন সাধারণ মানুষ ও স্কুল কলেজ পড়ুয়া শিকার্থীরা। এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে তিনি যোগাযোগ করেও এ অবস্থার কোনও সমাধান তিনি পাচ্ছেননা। এদিকে বরিশালের প্রকৌশলী মোঃ জামাল হোসেনের কাছে ওই কাজ বন্ধের বিষয় জানতে চাইলে তিনি বলেন স্থানীয় প্রকৌশলী বিষয়টি বলতে পারবেন। বানারীপাড়া উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন কি কারনে কাজ বন্ধ আছে আমি জানি না। গ্রামের উন্নয়নে এ ধরনের কাজ গুরুত্ব দিয়ে করা উচিৎ বলে আমি মনে করি। এদিকে নাভানা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মোঃ দেলোয়ার হোসেন জানান ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে কাজ পুনঃরায় শুরু করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225