মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়ায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের বিরুদ্ধে ১২ সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অপপ্রচার চালানোয় বিক্ষুদ্ধ সাধারন মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৯ জানুয়ারী শনিবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি বন্দর বাজারের ফেরীঘাট থেকে ডাকবাংলো মোরে বঙ্গবন্ধু চত্তরে এসে সমাবেশ করে। এসময় মানুষের ব্যাপক উপস্থিতির কারনে সমাবেশটি জনসমুদ্রে রুপ নেয়। পরে ম্যুরালের পাদদেশে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা ওয়াকার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা প্রমুখ। উল্লেখ্য ২৫ ও ২৬ জানুয়ারী মঙ্গল ও বুধবার বিভিন্ন জাতীয়, আ লিক ও অনলাইন পত্রিকায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের বিরুদ্ধে বানারীপাড়ায় ১২টি সংখ্যালঘু পরিবারের বসতভিটাসহ সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ শিরোণামে প্রকাশিত সংবাদ দেখে ২৭ জানুয়ারী বৃহস্পতিবার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে যায় হিন্দু সহ অন্যান্য ধর্মালম্বী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা জানান প্রকাশিত সংবাদের সাথে ঘটনার কোন মিল খুজে পাওয়া যায়নি।