, , , ,

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের বেশে  আসমি ধরলো পুলিশ

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে কৃষকের বেশে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ইসলামপুরের একটি ধানক্ষেত থেকে আনিসুর রহমান নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আনিসুর সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররোশিয়া এলাকার মৃত মুঞ্জুর রহমানের ছেলে। কৃষকের ছদ্মবেশে আসামি ধরার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।

ওসি জানান, ইসলামপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শফিউল ইসলাম, আনিসুর রহমান ও নির্মল নামের এক সিপাহি মিলে ওই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন।
এসআই শফিউল ইসলাম জানান, আনিসুর রহমানের নামে একটি ওয়ারেন্ট ছিলো। তিনি বিদেশে থাকার কারণে পুলিশ তাকে এতদিন গ্রেপ্তার করতে পারেনি। খবর পেয়ে কৃষক সেজে আমরা তাকে গ্রেপ্তার করি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225