, , , ,

সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে ধর্ষণের রোগীসহ ফাইল গায়েব

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ধর্ষণের রোগীসহ ফাইল গায়েব করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সোমবার (৩১ জানুয়ারী) সকালে এ ঘটনা ঘটেছে।জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ভুয়ট গ্রামের এক গৃহবধু (৩৬) ধর্ষণের শিকার হয়ে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।
সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীমুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঐ গৃহবধু ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হয়। পরে তাকে হাসপাতালের পুরাতন বিল্ডিং এর ২য় তলায় গাইনী বেডে পাঠানো হয়েছে।
ভর্তি হওয়ার পর তার ধর্ষণের আলামত নেওয়া হয়েছে। পরে তাকে চিকিৎসা নেওয়ার জন্য বেডে পাঠানো হয়। পরে ভর্তি হওয়ার প্রায় ১ ঘন্টার মধ্যে রোগী ও তার ফাইল গায়েব হয়ে যায়। এই নিয়ে হাসপাতাল জুড়ে চলছে নানা গুঞ্জন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নার্স বলেন, ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী ও হাসপাতালের এক ডাক্তারের আত্মীয় হওয়ায় কৌশলে ধর্ষণের রোগী ও ফাইলটি অন্যত্র সড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এই বিষয়ে গাইনী ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার বলেন, রোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এসময় তার কাছে ফাইল ও রোগী কোথায় রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ডাঃ আফরোজার সাথে যোগাযোগ করেন। তিনি বলতে পারবে ফাইল এবং রোগী কোথায়।
ডাঃ আফরোজা বলেন, আমি রোগীকে স্বাস্থ্য পরীক্ষা করেছি। পরে তার আলমত নেওয়া হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার জন্য বেডে পাঠানো হয়েছে। এর বেশি আমি কিছুই জানিনা। ফাইল ও রোগীর বিষয়টি আমার জানা নেই।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে রোগী ও ফাইল গায়েব হয়েছে শুনেছি। নতুন করে ফাইল তৈরী করা হচ্ছে। রোগীর ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রাম পদ রায় জানান, এই বিষয়টি আমার জানা নেই। আপনি হাসপাতালের তত্বাবধায়কের সাথে কথা বলেন।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225