স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে খেলতে গিয়ে রশিতে গলায় ফাঁস লেগে মো. ইছা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার কচুপাত্রা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের কচুপাত্রা গ্রামের আল আমিন হাওলাদারের দুই জমজ পুত্র মো. ইছা ও মুছা। ঘটনার সময় ঘরের পেছনের গাছের সঙ্গে টানানো রশি নিয়ে খেলতে ছিল তারা। একপর্যায়ে ওই রশি ইছার গলায় পেঁচিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত শিশুটির খালু মোঃ মাহতাব তালুকদার বলেন, জমজ দুইভাই মো. ইছা ও মুছা ঘরের পিছনে দোলনায় খেলতে ছিল। এ সময় ওই দোলনার রশি গলায় পেচিয়ে মো. ইছা মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া আক্তার বলেন, শিশুটি হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। তবে তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
তালতলী থানার (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।