মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় মাহবুবুর রহমান (২২) নামের বিকল ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
নিহত ট্রাকের হেলপার রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
মঙ্গলবার (১ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লুৎফর রহমান জানান, মান্নাননগর এলাকায় একটি ট্রাক বিকল হলে সড়কের পাশে দাড়ানো ছিল। এ সময় বিকল ট্রাকের হেলপার মাহবুব মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
Facebook Comments Box