, , , ,

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর ও সলঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময় একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার সদানন্দপুরের কড্ডার মোড় এলাকায় ১৯৬ পিস ইয়াবাসহ দুইজন ও ভোররাতে সলঙ্গা থানাধীন সিআরপিসি চড়িয়া কান্দিপাড়া রুবাইয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আরেক মাদক ব্যবসায়ীকে ১৭২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
আটককৃতরা হলো- বেলকুচি উপজেলার মৃত জামাত আলী শেখের ছেলে আলতাফ হোসেন (৫৫) ও একই উপজেলার মকিমপুর চন্দ্রপাড়া গ্রামের মৃত তমছের আলী শেখের ছেলে মোতালেব হোসেন (৫০) ও শরীয়তপুর জেলার ডামুডা থানার পুর্বডামুডা ইউপির চরভয়রা গ্রামের মৃত মাহমুদের ছেলে শরীফুল ইসলাম মোহন।
র‍্যাব-১২’র মেজর এম. রিফাত-বিন-আসাদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় সদর ও সলঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225