শাকিল আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর পৌরসভার বর্তমান পৌরসভার মাধ্যমে জনস্বার্থ পরিপস্থি গৃহীত কিছু সিদ্ধান্ত সম্পর্কে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য রাখেন জেলা বিএপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। আরো উপস্থিত ছিলেন জেলা বিএপির সহ-সভাপতি আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন পৌর সভার ট্যাক্স নির্ধারণ নিয়ে পৌরবাসীকে হতাশায় নিমজ্জিত করা হয়েছে ও পৌর গোরস্থানে ৫ ফুট উঁচু করে মাটি ফেলা নিয়ে পৌরবাসীর আবেগ অনুভতিতে আঘাত এনেছে। শান্তিপূর্ণ জীবন-যাপন করার সুযোগ সৃষ্টির জন্য পৌরসভার নিকট জেলা বিএনপি জোর দাবি জানিয়েছে।