, , , ,

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭দিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আট আনায় জীবনের আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় শুরু হয়েছে ৭ দিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলা।
গতকাল সোমবার (২১শে ফেব্রুয়ারী) সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সপ্তাহব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন করেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রন্থ মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব দেওয়ান মওদুদ আহমেদ জানান,বর্তমান প্রজন্মকে ভাষা আন্দোলনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করতে এবছর মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী বিভিন্ন স্মৃতিস্তম্ব, বধ্যভূমি, গণকবরের ছবি ও রনাঙ্গনের কাহিনী নিয়ে কিছু লেখা স্মরণিকায় সন্নিবেশিত হয়েছে।উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের মাসিক আট আনা চাঁদার অর্থে ২০১০ সাল থেকে উল্লাপাড়ায় গ্রন্থমেলার আয়োজন করে আসছে উপজেলা প্রশাসন।
প্রতিবছরের মতো এবারও মেলা উপলক্ষে শিশু কিশোরদের লেখা নিয়ে ‘ফাগুনের আবাহন’ নামের একটি স্মরণিকা প্রকাশিত হবে।
এবছর মেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও মেলায় রয়েছে শিশু কিশোরদের বিনোদেনর জন্য নাগোরদোলা, চড়কিসহ বিভিন্ন রাউডস। রয়েছে ভিন্ন ধর্মী নানা খাবারের দোকান।
সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225