চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার এক অয়হায় পরিবারের পাশে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাগান পাড়ার বাসিন্দা তহমিনা বেগমের ২ বুদ্ধি প্রতিবন্ধী ছেলের অসুস্থতার খবরটি প্রথমে গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হয় তাতে পুনাক সভানেত্রী জীশান মির্জার নজরে আসে। এরপরেই পরিবারটি সম্পর্কে খোঁজ নিতে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে অনুরোধ করেন তিনি। পরিবার সম্পর্কে খোঁজ নেওয়ার পরপরই পুনাক সভানেত্রী জীশান মির্জার পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুনাক সভানেত্রী সাবাহ বাশার সরাসরি সেই পরিবারের সঙ্গে নিজে গিয়ে সাক্ষাৎ করেন এবং তহমিমা বেগমের অসুস্থ ২ ছেলে মোঃ আব্দুর রহিম(৩৫) ও মোঃ ওয়ালিউল রহমান (৩০) এর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ এইচ এম আব্দুর রকিব, বিপিএম, পিপিএম (বার)। এবং এই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে । তার মা বলেন দুই ছেলে জন্মের পর থেকে অসুস্থ তাদের বাবা বেঁচে নেই তাদের বড় করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে । মানুষের সাহায্য সহযোগিতা করে তাতে আমার কিছুটা কষ্ট লাঘব হয়। ছেলে দুইটির মা বলেন আমার বয়স হয়েছে আমার মৃত্যুর পর ছেলে দুইটার কি হবে তাই বৃত্তবানদের কাছে আমার আকুল আবেদন আমার ছেলে দুইটির ভবিষ্যতে দিকে তাকিয়ে একটা ব্যাবস্থা করে দিবেন।