সাখাওয়াত হোসেন (পাবনা) জেলা প্রতিনিধি:
২মার্চ জাতীয় ভোটার দিবস-২০২২ “মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ২মার্চ দেশব্যাপী জাতীয় ভোটার দিবস ও উদযাপন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে উদযাপিত হয়েছে। এদিন ২মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত হয়ে রেলিসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন মাননীয় সংসদ সদস্য পাবনা-৩ কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে তিনি উপস্থিত থাকতে পারেন নি। রেলি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান খান’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম জুয়েল’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ও জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব রোকসানা পারভীন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উক্ত আলোচনা সভায় বক্তারা ভোটার দিবসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নির্বাচন অফিসের বিভিন্ন কার্যক্রমে অনলাইন সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে। যার ফলে মানুষের ভোগান্তি কমেছে অনেক গুণ। বিভিন্ন দপ্তরের ন্যায় নির্বাচন অফিস গুলোতেও অনলাইন সিস্টেম মাধ্যম চালু করায় সরকারকে ধন্যবাদ জানান বক্তারা। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হোসেন,খাদ্য অধিদফতরের কর্মকর্তা আইনিন আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকসেদ উর রহমান, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মী।
Facebook Comments Box