, , , ,

বরগুনায় উদীচীর সম্মেলন সভাপতি-মোতালেব “সম্পাদক-সত্তার

বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে “বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী” বরগুনা জেলা সংসদের পঞ্চদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট মো. আবদুল মোতালেব মিয়াকে সভাপতি ও আবদুস সত্তারকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সকালে সম্মেলনের উদ্বোধন করেন, “উদীচী” কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “উদীচী” কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সম্পাদক মন্ডলীর সদস্য হালিমা নূর পাপন ও ঢাকা মহানগর উদীচীর মাহবুবুর রহমান সবুজ।

“উদীচী” বরগুনা জেলা সংসদের সহসভাপতিরা হচ্ছেন, জাকির হোসেন পান্না, সেলিম রেজা, মনির হোসেন কামাল, সুমন হাওলাদার, অশোক কুমার মজুমদার, জাফর হোসেন হাওলাদার, দিপক কুমার গুহ ও আলমগীর হোসেন। সহসাধারণ সম্পাদকরা হচ্ছেন, মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট গোলাম মাওলা আজাদ ও সবুজ সমাদ্দার। কোষাধ্যক্ষ অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। সম্পাদক মন্ডলীর সদস্যরা হচ্ছেন, শামীম হোসেন লিমন, ইসলাম মোল্লা, অ্যাডভোকেট আবুল বাশার শামীম, ইসতিয়াক চৌধুরী, খোকন চন্দ্র হাওলাদার, সিরাজুল ইসলাম পলাশ, নুসরাত জাহান সনি, মোস্তফা কামাল ও তৌফিক হোসেন।

সদস্যরা হচ্ছেন, অ্যাডভোকেট মো. শাহজাহান, হোসনেয়ারা লাভলী, সচীন্দ্র নাথ সমাদ্দার, আতিকুর রহমান লিটন, নেসার উদ্দিন, অ্যাডভোকেট জগদীশ চন্দ্র শীল, সাখাওয়াত হোসেন কিরন, আবুল বাশার, ফারহানা আরজু, কাজী শেলিনা হোসেন, নিশাত জাহান, প্রতাপ চন্দ্র রায়, সুজন সরকার, নৃপেন মিস্ত্রী, মালা কর্মকার, রিতা রানী, ডা. নাজমুস সাকিব, তরুন হাওলাদার, গোপাল রায় অভি ও হৃদয় সরকার।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225