, , , ,

সিরাজগঞ্জে ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বঙ্গবন্ধ সেতু পশ্চিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।
শুক্রবার (৪ মার্চ ) ভোর রাতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার পাশে একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি কে আটক করা হয়।
আটকৃতরা হলেন, নরসিংদী জেলার চরসিন্দুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. কাওছার মিয়া (৪৩), ও গাজীপুর জেলার শ্রীপুরের কেউয়া পশ্চিম খন্ড গ্রামের  মো. আরমান উল্লাহর ছেলে মো. রফিকুল ইসলাম (৩৪)।
শুক্রবার (৪ মার্চ ) দুপুর ১ টার দিকে র‌্যাব-১২’এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার পাশে একটি অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। এসময় ওই প্রাইভেট কার তল্লাশী করে ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল, নগদ ২ হাজার ৫ শত টাকা এবং ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225