চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, গোমস্তাপুর উপজেলা জাতীয়করণসহ ৫দফা দাবি আদায়ের জন্য এক শিক্ষকবন্ধন অনুষ্ঠিত করা হয়।
শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টার সময় উপজেলার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ বন্ধন ফালন করা হয়।
ঘন্টাব্যাপী উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন- রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, হুজরাপুর মডেল একাডেমীর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলী, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, রহনপুর জনতা উচ্চ বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান, দেওপুরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাবউদ্দিন ও রোকনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ।