, , , ,

বাগেরহাটের শরণখোলায় দেনার চাপ সামলাতে নান পেরে এক যুবকের আত্মাহত্যা

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় পাওনাদারদের চাপ সামলাতে না পেরে আব্দুল্লাহ (৩৩), নামের এক যুবক বিষ খেয়ে আত্মাহত্যা করেছে। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে শরণখোলা উপজেলা খোন্তাকাটা ইউনিয়নে নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মাহত্যা করেন। আব্দুল্লাহ নলবুনিয়া গ্রামের মৃত আব্দুল হাসেম প্যাদার ছেলে ও  নলবুনিয়া বাজারের একজন ফাস্টফুড ব্যবসায়ী।
সরেজমিনে গিয়ে প্রতিবেশী  শরণখোলা উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক জিয়াউর হক তালুকদার কাছে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন ধরে আব্দুল্লাহ কে বিষন্নতা মনে হয়েছিল।  গত রোববার দিবাগত রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ওর স্ত্রী কে বলে আমি চলে যাচ্ছি মেয়েকে দেখে রাখিস। আর কারা কি টাকা পাবে আর আমি কি পাবো সব লিখে রেখেছি। এই বলে কিছুখন চালের চালের ট্যাবলেট  খেয়ে বমি শুরু করলে ওর স্ত্রী আমাদের খবর দেয়। এর পর আমরা গিয়ে আব্দুল্লাহ কে   হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার ৫ মিনিট পরে মারা যায়। জিয়াউল আরও বলেন আব্দুল্লাহ একজন ভালো মনের মানুষ ছিলেন। এলাকার সবার সাথে ছিল তার সখ্যতা। শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225