মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী উদযাপান করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দেয়া, বন্দর বাজারের বিভিন্ন সড়কে আনন্দ রেলী শেষে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কাটা, দোয়া মোনাজাত শেষে সংক্ষিপ্ত সভা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া-উজিরপুর (বরিশাল-২) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ। এ ছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। অপরদিকে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্নভাবে দিবসটি উদযাপন করেছে।