, , , ,

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই বললেন শেখ আফিল উদ্দিন এমপি

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, গল্প একটাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী ২০২৩ সালের নির্বাচনে আবারো আওয়ামীলীগ সরকার কে রাষ্ট্রয় ক্ষমতায় আনতে হবে। এজন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকবে হবে। যাতে জামায়াত-বিএনপি দেশে কোন ধরণের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগআঁচড়া, শংকরপুর ও কায়বা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ কবির বকুলের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার এবিএম আদম শফিউল্লাহ, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাবেক ছাত্রলীগ নেতা শফিক মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ শান্তি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225